ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

মেহেরপুরে স্লিপের সঙ্গে নাম না মেলায় ভোগান্তিতে ভোটাররা

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর 

প্রকাশিত: ১২:১৫, ৭ জানুয়ারি ২০২৪

মেহেরপুরে স্লিপের সঙ্গে নাম না মেলায় ভোগান্তিতে ভোটাররা

ভোটার স্লিপ সঠিক না থাকায় সকাল থেকে ভোট দিতে এসে ভোগান্তিতে পড়ে ভোটাররা।

মেহেরপুরের দুটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে ভোটার স্লিপ সঠিক না থাকায় সকাল থেকে ভোট দিতে এসে ভোগান্তিতে পড়ে ভোটাররা। অনেকেই ভোট না দিয়ে ফিরে গেছেন। ভোগান্তিতে পড়েছেন ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টরাও। 

মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং মেহেরপুর সরকারি মাধ্যমিক উচ্চ বালিকা বিদ্যালয়ে ভোট দিতে এসে ভোটারদের স্লিপের সঙ্গে মিলছে না ভোটার তালিকা। ফলে অনেকেই ভোগান্তিতে পড়ে ভোট দিতে এসে। সময় লাগছে অনেক। অনেকের ভোটার আইডি কার্ডের সঙ্গে মিলছে না সার্ভারের ছবি। ফলে অনেকেই ভোট না দিয়ে ফিরে যাচ্ছে। ভোগান্তি বেড়েছে ভোট গ্রহণের সঙ্গে নিয়োজিত কর্মকর্তাদেরও। পুরো বই খুজে বের করতে হচ্ছে ভোটারদের তালিকা। যেতে হচ্ছে এক বুথ থেকে অন্য বুথে।

মেহেরপুর-১ আসনের মোট ৩০০০৩৭ জন ভোটার এবং মেহেরপুর-২ গাংনী আসনের ২৫৫২৯২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় ২টি আসনে ২০৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেরপুর-১ আসনে সদরে রয়েছে ৮৭ টি, মুজিবনগরে রয়েছে  ৩০টি। গাংনী-২ আসনে রয়েছে ৯০টি ভোট কেন্দ্র। 

এদিকে সকাল সাড়ে ৮টায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন। 

এদিকে মেহেরপুর-২ গাংনী আসনে আওয়ামী লীগ মনোনীত আবু সালেহ নাজমুল হক সাগর, স্বতস্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

মেহেরপুর-১ আসনের সতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান বলেন, ভোট কেন্দ্রে অব্যবস্থাপনা রয়েছে। অনেকে সময় লাগছে ভোট দিতে । বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের ভুকতে দেওয়া হচ্ছে না। সুষ্ট পরিবেশের দাবি তার।

এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। জয়ের বিষয়ে আশাবাদী। সুষ্টভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ফরহাদ হোসেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন রকম সমস্যা হয়নি। প্রশাসন সর্বোচ্চ তৎপর আছে। সমস্যা হলেই বিধিগতভাবে ব্যাবস্থা নেওয়া হবে।
 

এসআর

×