ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন বিজিবি ডিজির

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, উখিয়া

প্রকাশিত: ০০:৫২, ২১ নভেম্বর ২০২৩

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন বিজিবি ডিজির

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সোমবার কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন

মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সোমবার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।  
স্থনীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার বিজিপির গুলির শব্দে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক সাইফুল ইসলাম চৌধুরী জানান, বিজিবিকে সীমান্তে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি জানান, সীমান্ত পিলার ৩৮ ও ৩৯ এর বিপরীতে এই গোলাগুলির ঘটনা ঘটছে। 
এ ঘটনায় সোমবার সকালে ঘুমধুম, তুমব্রু ও বাইশপারী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক। তার সঙ্গে ছিলেন কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার মেহেদী হোসাইন কবির ও কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। কক্সবাজারের সেক্টর কমান্ডার মেহেদী হোসাইন কবির জানান, গোলাগুলির ঘটনাগুলো ঘটছে মিয়ানমারের অভ্যন্তরে। এতে বাংলাদেশীদের শঙ্কার কোনো কারণ নেই। তবুও আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়েছি।

×