
বৃহস্পতিবার বিকেলে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে ক্যাম্পাসে পুলিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষে ৪ জন আহত হয়েছে। বিবদমান গ্রুপ দুটি হচ্ছে, সিএফসি ও সিক্সটিনাইন। জানা যায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের র্যাগ- ডেতে দুই গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। প্রক্টর ড. নুরুল আজিম শিকদার বলেন, ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।