ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণি, মিস্ত্রি বানালেন ‘কাঠের মাইক্রো’

প্রকাশিত: ১২:০৫, ৭ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১২:০৬, ৭ সেপ্টেম্বর ২০২৩

শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণি, মিস্ত্রি বানালেন ‘কাঠের মাইক্রো’

কাঠের মাইক্রো বানালেন সামসদ্দিন মণ্ডল।

কাঠ দিয়ে মাইক্রো গাড়ি তৈরি করেছেন কাঠমিস্ত্রি দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়া মিস্ত্রি সামসদ্দিন মণ্ডল (৫০)। দীর্ঘ ৬ মাসের প্রচেষ্টায় কাঠ দিয়ে চার চাকার গাড়ি বানিয়েছেন তিনি। গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘কাঠের মাইক্রো’। গাড়িটি চলে বৈদ্যুতিক চার্জে। এরই মধ্যে গাড়িটি সবার নজর কেড়েছে।

আরও পড়ুন :হোমওয়ার্ক না করায় শিশুকে মারধর, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সামসদ্দিন মণ্ডল নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি সরদার পাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ২৮ ধরে কাঠ মিস্ত্রির কাজ করে। পরিবারের অস্বচ্ছলতার কারণে দ্বিতীয় শ্রেণির পর আর লেখাপড়ার সুযোগ হয়নি তার। জানা যায়, গাড়িটির পুরো বডি কাঠের তৈরি। এটি চলছে বৈদ্যুতিক চার্জে। চালকসহ পেছনে বসার জন্য রয়েছে দুটি আসন। পরিবেশবান্ধব এই গাড়িটি তৈরিতে খরচ হয়েছে ৪৯ হাজার টাকা। বর্তামানে গাড়িটিতে লাগানো আছে ১২০ এমপিআর একটি পুরোনো ব্যাটারি। একবার চার্জ দিলে চলে ১৫ থেকে ২০ কিলোমিটার। তবে চারটি নতুন ব্যাটারি লাগানো গেলে এক চার্জে সারাদিন চালানো যাবে।

‘কাঠের মাইক্রো’ এক নজর দেখার জন্য গাড়ির চারপাশে ভিড় করছেন উৎসুক জনতা। কেউ কেউ আবার এ গাড়িটির সঙ্গে নিজের ছবি তুলে রাখছেন সবাই। তবে স্থানীয়রা মনে করেন, সরকার থেকে তাকে সহযোগিতা করা হলে ভবিষ্যতে সে আরও ভালো মানের গাড়ি বানাতে পারবে।

গণমাধ্যমকে সামসদ্দিন মণ্ডল বলেন, ‘একদিন শখের বসে বাজার থেকে কাঠ কিনে আনি। কাজের ফাঁকে ফাঁকে শুরু করলাম গাড়ি বানানোর কাজ। ৬ মাসের মধ্যে গাড়িটি বানানো শেষ করি। এই কাজে কেউ সহযোগিতা করেনি। নিজের চিন্তা-ভাবান থেকেই তৈরি করি। গাড়িটির চাকা ও এক্সেল ছাড়া সব জায়গাতে ব্যবহার করেছি কাঠ। গাড়িটি নিয়ে বের হলে সবাই দেখতে ভিড় করে। অনেক সময় বাধ্য হয়ে গাড়ি নিয়ে চলে আসি। সরকার সহযোগিতা করলে এর চেয়ে আরও উন্নতমানের গাড়ি বানাতে পারবো।’

কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বলেন, ‘নিজের প্রচেষ্টায় কাঠ দিয়ে পরিবেশবান্ধব এমন গাড়ি তৈরি আসলেই প্রশংসনীয়। স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তাকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।’

এম হাসান

×