ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২১:৩৪, ১৯ মার্চ ২০২৩

চট্টগ্রামে গুঁড়িয়ে  দেওয়া হলো  অবৈধ  স্থাপনা

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা রবিবার উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত

খেলার মাঠ রক্ষায় তৎপর চট্টগ্রাম জেলা প্রশাসন। মাঠে কোনো ধরনের অবৈধ দখল আর থাকতে দেওয়া হবে না। রবিবার প্রশাসন অভিযান চালিয়েছে মহানগরীর কাজীর দেউড়ি এলাকার আউটার স্টেডিয়ামে। বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে গড়ে ওঠা কিছু স্থাপনা। জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু মং মারমার নেতৃত্বে দুপুর ১২টার দিকে পরিচালিত হয় অভিযান। জেলা ক্রীড়া সংস্থার মাঠে গড়ে উঠেছিল কিছু স্থাপনা। অভিযানে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মহানগরীর মাঠগুলো রক্ষায় অভিযান চলছে। কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকবে না। এসব মাঠ উদ্ধার করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, খেলাধুলার মানোন্নয়ন শিশু-কিশোরদের মানসিক বিকাশের লক্ষ্যে পর্যাপ্ত খেলার মাঠ সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। পনেরোটি উপজেলায় ১৯১টি ইউনিয়ন রয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নেইএকটি করে খেলার মাঠ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। 

 

 

 

×