ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রাহায়ণ ১৪৩০

ককটেলসহ ৯ জামায়াত ক্যাডার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ১৪:২২, ৪ ফেব্রুয়ারি ২০২৩

ককটেলসহ ৯ জামায়াত ক্যাডার গ্রেপ্তার

গ্রেপ্তার। প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতকোলা গ্রামে এক জামায়াত নেতার বাড়ি থেকে গোপন বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ৯ জামায়াত ক্যাডারকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিলো বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো-আব্দুল হালিম (৪৮),মোশারফ হোসেন (৪৫),আছার উদ্দিন (৪৪), মমতাজ উদ্দিন (৫৭), আলাল উদ্দিন (৫৩),তোফাজ্জল হোসেন (৫৭), সুলতান মাহমুদ (৫৩), বেলাল উদ্দিন (৫৮) ও শাহ আলম (৫৫)।

গোপন সূত্রে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ রায়নগর ইউনিয়নে এক জামায়াত নেতার বাড়িতে অভিযান চালায়। পুলিশ জানায়, ওই বাড়িতে কেউ থাকে না। সেখানে জামায়াতের ক্যাডাররা নাশকতার উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের অভিযানের সময় তাদের বেশ কয়েক জন পালিয়ে গেলেও ৯ জনকে আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে লোহার রড, ৫টি ককটেলে ও কিছু নথিপত্র উদ্ধার করে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এসআর