
হরিণ উদ্ধার
ভোলার লালমোহন উপজেলায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয় এই হরিণ মনপুরা এলাকার গভীর বন থেকে চলে এসেছে। খাদ্য সংকট অথবা পথ ভুল করে মাঝে মধ্যে এমন হরিণ লোকালয়ে চলে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয় বন বিভাগ হরিণটি পরে দুপুরের দিকে উপজেলার চর উড়িলের বনে হরিণটি অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে স্থানীয়রা শিয়াল মনে করে হরিণটিকে ধাওয়া করলে সেটি দৌড়ে একটি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে সেটি উদ্ধারের পর লোকজন দেখেতে পায় এটি হরিণ। পরে স্থানীয়রা বন বিভাগ ও পুলিশকে খবর দিলে তারা এসে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।
বন বিভাগের লালমোহন রেঞ্জ কর্মকর্তা আশিষ কুমার দে সাংবাদিকদের জানান, খবর পেয়ে হরিণটি উদ্ধার করা হয়েছে। এটি পুরুষ চিত্রা হরিণ, এর ওজন ২০ কেজির বেশি। দুপুরের দিকে উপজেলার চর উড়িলের বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।
এসআর