
দিঘাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঢাকার অদূরে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী দিঘাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের তাইয়েবুন্নেছা সাধারণ পাঠাগারকে কেন্দ্র করে গত ২৮ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আয়োজন করা হয়।
পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবা খাতুন এবং স্থানীয় ‘ভোরের সাথী’র বন্ধুরা।
এদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দিত ও উল্লসিত হয়। এই বিদ্যালয়ে ডিজিটাল ক্লাস রুম ব্যবহার করে কোমলমতী শিশু শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়। উক্ত পাঠাগারে শিক্ষার্থীদের পাঠদান করেন শিক্ষক মোঃ শিহাব এবং তাকে সহযোগিতা করেন মোঃ রিপন মৃধা।
এমএস