
মদ পানের দৃশ্য
পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, একই ইউনিয়নের চেয়ারম্যান ও কেশবপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকুর মদ্যপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে এই ছবিটি পোস্ট করা হয়েছে।
ছবিতে লুঙ্গিপরা খালি গায়ে চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু সামনে একটি কাচেঁর গ্লাস, তার সামনে একটি পানির বোতল। তার পাশে কোন এক ব্যক্তির হাতে মোবাইল ফোন ও দুই হাতের মধ্যে একটি মদের বোতল। যার চারটি ইংরেজি সংখ্যা দেখা যাচ্ছে, যা হলো সি আর ডব্লু এস।
ধারণা করা হচ্ছে এটি কেরুস মদ। চেয়ারম্যান পিকুর সামনের গ্লাসে রাখা মদ রাখা হয়েছে। কোন যাত্রীবাহী লঞ্চের কেবিনে এ মদের আসর বসেছে। ছবিটি নিয়ে অনেকে বাজে কমেন্ট করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান পিকু বলেন, এটা আমার ছবি না। ছি, এ ধরনের বাজে কাজ কি আমি করতে পারি?
এসআর