ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামানত হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীসহ সাত মেয়র প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, রংপুর 

প্রকাশিত: ২১:১৭, ২৮ ডিসেম্বর ২০২২

জামানত হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীসহ সাত মেয়র প্রার্থী

সাত মেয়র প্রার্থী

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াসহ সাত মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। এছাড়া জামানত হারিয়েছেন, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন ।

আওয়ামীলীগ প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। মোস্তফার নিকটতম প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের নির্বাচন শেষে রাত সোয়া ১২টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন।

জামানত রক্ষার জন্য প্রয়োজন প্রার্থীদের ভোটের দরকার ছিলো ৩৫ হাজার ১২২ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচনের প্রতিদ্বন্দী চতুর্থ অবস্থানে রয়েছেন। নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তিনি জামানত হারিয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, তৃতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। ভোট ব্যবধানে চতুর্থ অবস্থানে থাকা আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট। 

এছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আবু রায়হান ডাব প্রতীকে ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির খোরশেদ আলম খোকন গোলাপ ফুল প্রতীকে ৫ হাজার ৮০৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান মশাল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৫৬ ভোট। 

খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু দেওয়াল ঘড়ি প্রতীকে ২ হাজার ৮৬৪ এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি হরিণ প্রতীকে ২ হাজার ৬৭৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তারা সাতজন ৩৫ হাজার ১২২ এর কম ভোট পাওয়ার কারণে জামানত হারিয়েছেন। 
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×