ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুতুবদিয়ায় যাবে বিদ্যুৎ

সাবমেরিন ক্যাবল স্থাপন এ মাসেই শেষ হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া, কক্সবাজার

প্রকাশিত: ২২:২৯, ৬ ডিসেম্বর ২০২২

সাবমেরিন ক্যাবল স্থাপন এ মাসেই শেষ হচ্ছে

কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুতায়ন কাজ এগিয়ে চলছে

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুতায়ন কাজ এগিয়ে চলছে।
প্রায় ৫ কিলোমিটার কুতুবদিয়া চ্যানেলের তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপন চলতি মাসের মধ্যেই সম্পন্ন হবে। এ ছাড়া দ্বীপের অভ্যন্তরে খুঁটি স্থাপন, কেবল ফিটিং ও আবাসন নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে ঘরে-ঘরে পৌঁছে যাবে স্বপ্নের বিদ্যুৎ।

দীর্ঘদিনের লালিত এ স্বপ্নপূরণে বর্তমান সরকার ৬০০ কোটি টাকা ব্যয়ে বিদ্যুতায়নের মেগা প্রকল্প বাস্তবায়ন করায় দু’লক্ষাধিক দ্বীপবাসীর মাঝে চলছে আনন্দের বন্যা। এতকাল বিদ্যুৎ সুবিধা না থাকায় উন্নয়নে পিছিয়ে ছিল দ্বীপ কুতুবদিয়া। বিশেষজ্ঞ তথ্যপ্রযুক্তিতে অস্বাভাবিক পিছিয়ে ছিল আগামী দিনের নতুন প্রজন্ম। এমনকি অনেকে দ্বীপ ছেড়ে পাড়ি জমিয়ে ছিল অন্যত্র। বর্তমানে বিদ্যুতায়নের কাজ দেখে নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য শুরু করেছেন অনেকে।

×