ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নকশা বহির্ভূত ৬ ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫০, ৬ ডিসেম্বর ২০২২

নকশা বহির্ভূত ৬ ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ 

অবৈধ উচ্ছেদ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং আবাসিক এলাকায় নকশার বহির্ভূত ৬টি বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় বাড়ির মালিকদের ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। রাজউকের জোন-৮’র পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ হিয়া খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে অথরাইজ কর্মকর্তা শুভঙ্কর সুস্ময় রায় ও ইমারত পরিদর্শক সোহেল রানাসহ বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজউকের জোন-৮’র পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনী। তাই আমরা ৬টি বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি। এ সময় ভবন মালিক শাহাদাত হোসেনকে দুই লাখ টাকা, একটি সমিতির বিল্ডিং কর্তৃপক্ষকে তিন লাখ টাকা, নাছির উদ্দিন নামে বাড়ির মালিককে চার লাখ টাকা ও আনিসুর রহমান নামে বাড়ির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, যদি তারা ভবিষ্যতে আবার একই ধরণের অপরাধ করেন তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
 

এমএস

×