ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় কবি সম্মেলনে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস

প্রকাশিত: ২১:৫৯, ২৬ নভেম্বর ২০২২

বগুড়ায় কবি সম্মেলনে পুরস্কার বিতরণ

বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ জনকে সম্মাননা প্রদান

বগুড়ায় তিন দিনের কবি সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার লেখক চক্র পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। এর আগে এদিনের অনুষ্ঠানে কবিতার ওপর বিশেষ আলোচনা করা হয়। এ বছর কবি সম্মেলনে বিভিন্ন বিষয়ের ওপর যারা লেখক চক্র পুরস্কার পেয়েছেন তারা হলেন কবিতায় মুজিব মেহেদী, কথাসাহিত্যে প্রশান্ত হালদার, প্রবন্ধসাহিত্যে সরকার আব্দুল মান্নান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় শফিক সেলিম ও সাংবাদিকতায় আমজাদ হোসেন মিন্টু।

বগুড়া লেখক চক্রের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মেলনে দ্বিতীয় দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, কবি মাহমুদ কামাল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন প্রমুখ। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা দেয়া হয়। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক, ছাড়াকার ছাড়াও ভারতের দিল্লি ও কলকাতা থেকে ২২ কবি সাহিত্যিক এসেছিলেন।

×