ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেরপুরের বামন্দীতে সড়কে গাছ ফেলে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর 

প্রকাশিত: ১২:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২২

মেহেরপুরের বামন্দীতে সড়কে গাছ ফেলে ডাকাতি

পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের অদুরে সড়কে গাছ ফেলে কয়েক ঘন্টা ব্যাপী গণ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার সময় সড়কটি দিয়ে যেই যাতায়াত করেছে সেই ডাকাতদের কবলে পড়েছে। শনিবার দিন গত মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে কতজন ডাকাতির কবলে পড়েছে তা জানা যায় নি। তবে স্থানীয়রা বলছেন , ওই সড়ক দিয়ে চলাচলকারী ৭টি মোটরসাইকেল, ১টি ট্রাক ও ১টি মাইক্রোবাস ঠেকিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে আনুমানিক প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।

এদিকে ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার বামন্দী-করমদী সড়কের দেবীপুর মাঠের মধ্যে পুলিশ বক্সের পাশেই একটি কাঠাল গাছ কেটে রাস্তায় ফেলে সড়ক অবরোধ করে একটি ডাকাত দল। পথচারীদের আটকে রেখে টাকা সহ অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এর কয়েক মাস আগেও একই স্থানে ডাকাতির ঘটনা ঘটে। রবিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টিএস

সম্পর্কিত বিষয়:

×