ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

চিলমারীতে সেতুর অভাবে গ্রামবাসীর দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ০০:১০, ১৯ আগস্ট ২০২২

চিলমারীতে সেতুর অভাবে  গ্রামবাসীর দুর্ভোগ

চিলমারীতে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

কুড়িগ্রামের চিলমারীর  মাদুমন্ডলের গ্রামে বছরের পর বছর কমছে না দুর্ভোগ বেড়েই চলছে ভোগান্তিগ্রামে আছে শতাধিক পরিবারশান্তি থাকলেও নেই সুখকষ্ট, দুর্ভোগ আর ভোগান্তির প্রধান কারণ ৫ শতাধিক মানুষের নেই বের হওয়ার পথভরসা তাদের বাঁশের সাঁকোবর্ষায় বাড়ে দুর্ভোগের সঙ্গে কষ্ট, বন্যায় ভরসা কলার ভেলা বা নৌকাসারাদেশে উন্নয়ন হলেও  চিলমারী পাত্রখাতা মাদুমন্ডলের গ্রামের পায়নি কোন উন্নয়নের ছোঁয়াজানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার মাদুমন্ডলের গ্রামগ্রামের প্রায় শতাধিক পরিবারের বাসসকল ব্যবস্থা থাকলেও একটি মাত্র ব্রিজের অভাবে বছরের পর বছর দুর্ভোগ নিয়ে চলছে তাদের ভোগান্তির জীবনচারদিকে উন্নয়নের ছোঁয়া লাগলেও উপজেলা সদর থেকে মাত্র ৫ কিমি দূরে অবস্থিত গ্রামটি রয়েছে উন্নয়ন থেকে বঞ্চিত। 

দুর্ভোগের কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, আমরা চেষ্টা করছি এবং কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছিউপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান বলেন, আমি সরেজমিন ঘুরে এসেছি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত গ্রামবাসীর সমস্যার সমাধান করা হবে

×