ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২১:১৪, ১১ আগস্ট ২০২২

সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন

অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় অবৈধ চুন তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল ৫ টা পযন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় একটি চুন তৈরি কারখানায় র্দীঘদিন ধরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির প্রধান সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে গ্যাস-সংযোগ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। 

এমন অভিযোগে তিতাস কর্মকর্তাদের সাথে নিয়ে দুই কারখানায় অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। এসময় বুলডোজার দিয়ে অবৈধ কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশণ অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মিজবাউর রহমান, ব্যপস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলামসহ বিপুল সংখ্যাক পুলিশ উপস্থিত ছিলেন।  
 
 

×