ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংস্কারের অভাবে পঞ্চগড়ে বেহাল সড়ক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২১:১৪, ৭ আগস্ট ২০২২

সংস্কারের অভাবে পঞ্চগড়ে বেহাল সড়ক

সিনেমা রোড থেকে রাজনগর যাওয়ার সড়ক সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে থাকে

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পঞ্চগড় পৌরসভার অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছেপিচ উঠে গিয়ে খানাখন্দকে ভরে গেছে অনেক সড়কসামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে পড়ে সড়কগুলোহেঁটে চলাচল করতেও পারছেন না পথচারীএতে করে চরম দুর্ভোগে পড়েছে পৌরসভায় বসবাসরত মানুষরিক্সাভ্যানও চলছে কচ্ছপ গতিতেঅনেক সময় ছোট এসব যানবাহন উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনাপৌর কর্তৃপক্ষ বলছে, অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কগুলো সংস্কার করা যাচ্ছে নাকিছু বরাদ্দ পাওয়া গেছেএই বরাদ্দ দিয়ে মাত্র পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারে ইতোমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছেপৌর এলাকার কায়েতপাড়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী বলেন, প্রায় পাঁচ বছর আগে স্টেডিয়াম মোড় থেকে পঞ্চগড় বাজার সড়কের সংস্কার কাজ হয়েছিলএরপর আর কোন কাজ হয়নিবর্তমানে সড়কটির পিচ ঢালাই উঠে প্রায় সব জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছেএই সড়কটি দিয়ে হেঁটে চলাচল করা যাচ্ছে নাপঞ্চগড় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান বলেন, অর্থ বরাদ্দ না থাকায় এসব সড়কের সংস্কার কাজ হচ্ছে না

পৌরসভার মেয়র জাকিয়া খাতুন বলেন, সড়কগুলো প্রায় ১০ বছর ধরে সংস্কার হয়নিআমি দায়িত্ব নেয়ার পর  কোন বরাদ্দ পাইনিপ্রস্তাবনা দাখিল করা হয়েছে

×