ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিসিসি’র সাবেক কাউন্সিলর নিহতের তিনদিন পর হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৪:৪৭, ৩ জুলাই ২০২২

বিসিসি’র সাবেক কাউন্সিলর নিহতের তিনদিন পর হত্যা মামলা

ম্যাপে বরিশাল

বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে হত্যার অভিযোগে তিনদিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে

নিহতের ভাই কামাল মোল্লার দায়ের করা লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে মামলায় নগরীর জর্ডন রোড এলাকার গেইন ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের মালিক এসএম রফিকুল ইসলাম এবং তার ভাই এসএম মুশফিকুর ইসলামের নাম উল্লেখ করে আরো চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে

শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, বাদী নিহতের ভাই কামাল মোল্লার দায়ের করা মামলাটি তদন্তের জন্য থানার উপ-পরিদর্শক মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে ওসি আরও জানান, এজাহারে বাদী অভিযোগ এনেছেন রোগী ধরার দালাল ডায়াগনস্টিক সেন্টারের লোকজন মিলে সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে মারধর করে এতে সে (গিয়াস উদ্দিন বাবুল) মৃত্যুবরণ করেন

উল্লেখ্য, গত ২৯ জুন দুপুরে নগরীর জর্ডন রোডের গেইন ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের রোগী ধরা দালালদের সাথে বাগবিতন্ডার জেরধরে গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে মারধর করা হয় পরে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাবুলকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

 

 

 

 

 

×