ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবরের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক ॥ দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৯:১০, ২৬ এপ্রিল ২০২২

সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবরের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক ॥ দাফন সম্পন্ন

সংবাদদাতা মধুপুর, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল জেলার ধনবাড়ীর নওয়াব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরীর নাতনি এবং সৈয়দ হাসান আলী চৌধুরীর কন্যা বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবর আর নেই (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। মধুপুর-ধনবাড়ীর উন্নয়নে ও শিক্ষাবিস্তারে নওয়াব পরিবারের অবদানের কথা স্মরণ করে সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবরের মৃত্যুতে গভীর শোক ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। উল্লেখ্য, সৈয়দা আশিকা আকবর সোমবার(২৫ এপ্রিল২২)ইং সকালে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। তিনি স্বামী, তিন কন্যা , দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার(২৫ এপ্রিল২২)ইং সকাল ১১ টায় ঢাকার গুলশানে তার ১ম জানাযার পরে আসরের নামাজের পর ধনবাড়ী জমিদারবাড়ীর ঈদ গাঁ মাঠে মরহুমার দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয় । এর আগে তাকে ফুলের শ্রদ্ধা জানায় ধনবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় মরহুমার স্মৃতি চারণ করে বক্তব্যে রাখেন- মরহুমা সাবেক এমপি সৈয়দা আশিকা আকবরের ছোট ছেলে ব্যারিষ্টার আফিফ উদ্দিন আহমেদ, ধনবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ এম আজিজুর রহমান সহ অন্যান্যরা। জানাযার নামাজ শেষে নওয়াব পারিবারিক কবর স্থানে তার পিতা সাবেক জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মরহুম নবাব হাসান আলীর কবরের পাশে এই সাবেক এমপি সৈয়দা আশিকা আকবরের মরদেহ দাফন করা হয়। তার জানাজায় মধুপুর-ধনবাড়ী সহ বৃহত্তর ময়মনসিংহ সহ সারা দেশ থেকে অনকে প্রশাসনিক , রাজনৈতিক ও দেশ বরণ্যে ব্যাক্তিরা অংশ নেয়।
×