ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসার আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু

প্রকাশিত: ২০:২২, ২৮ নভেম্বর ২০২১

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসার আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়ার সাততলা বিশিষ্ট আদনান টাওয়ারের চার তলার ফ্ল্যাট বাসার আগুনে দগ্ধ আরেক পোশাক শ্রমিক পারভেজ (২৮) মারা গেছেন। রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। রবিবার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ মশিউর রহমান জানান, পারজের শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। এ নিয়ে একই ঘটনায় দুই জনের মৃত্যু হলো। গত শুক্রবার সকালে দগ্ধ অবস্থায় একই হাসপাতালে মামুন (২৭) মারা যান। এ ঘটনায় জীবন (২০) নামে আরো এক শ্রমিক দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৩০ ভাগ পুড়ে গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ নবেম্বর) সন্ধ্যা ৭টায় কদমতলীর উত্তরপাড়া এলাকার আদনান টাওয়ারের চার তলার ফ্ল্যাট বাসায় ভবনের চার তলার ফ্ল্যাট বাসায় বৈদ্যুত সুইচ অন করতে গেলেই আকস্মিকভাবে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্ল্যাট বাসায় ছড়িয়ে পড়ে। আগুনের আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেল নামের কারখানার তিন শ্রমিক দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে মামুন শুক্রবার সকাল ৮টায় ও পারভেজ রবিবার দুপুরে মারা যায়।
×