ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১৯:২১, ৩ জুলাই ২০২০

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুর বাড়ী সরকার পাড়া গ্রামে জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে সোহেল হক (৩০) নামে ওই কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে জমিতে হালচাষ করতে যান সোহেল হক। হালচাষ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঝলসে গিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সোহেল হক জেলার বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুরবাড়ী সরকার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। বড়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার সিং এ খবর নিশ্চিত করেছেন ।
×