
স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ আজ রবিবার সকালে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদীর দিয়ার বাঘইল ক্লাব মোড়ে এক সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার (৬০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে। দুর্ঘটনার পর এলাকাবাসী ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানাগেছে, মহাসড়ক দিয়ে ভ্যান চালিয়ে রুপপুর পাকার মোড় এলাকার দিকে যাবার পথে উল্লেখিত স্থানে দুপুর একটায় ভ্যান চালককে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনার পর এলাকাবাসী ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের দিয়ার বাঘইল ক্লাব মোড়ে প্রায় ত্রিশ মিনিট মহাসড়ক আবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।