
নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস পরিস্থিতে ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগীতায় আজ রবিবার সকালে প্রায় ৬'শতাধীক পরিবারের মাঝে গনজমায়েত না করে সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ি-বাড়ি গিয়ে শুকনা খাবার চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ, সাবান, ওষুধ ও খাবার স্যালাইন বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভূতী ভূষন বাড়ৈ ও গোপালপুর এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মাতিব্বর প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে ৩ হাজার অসহায় পরিবারের মাঝে ১০ কেজী করে চাল বিতরণ করা হবে।