
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় মোস্তফা সরদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মোস্তফা উপজেলার শোলক গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, সোমবার ভোরের দিকে অজ্ঞাতনামা একটি যানবাহন বৃদ্ধ মোস্তফা সরদারকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।