
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পীর শাহজামান দিঘির সন্তোষ বাজার সংলগ্ন পাড় থেকে বাদশাহ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কাগমারী ফাঁড়ির পুলিশ। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যের ভিত্তিতে তারা লাশ উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, হাতেম ও বাদশাহ দুইজনেই মানসিকভাবে অসুস্থ ও পাগলা নামে খ্যাত এবং ঘনিষ্ট বন্ধু। দুইজনে এক সাথে মাদক সেবন করতো। গত (৯ এপ্রিল) বাদশাহ (৭০) মারা যায় এবং তাকে বড় বেলতা দক্ষিণ পাড়া কবরস্থানে দাফন করা হয়। গত শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার সময় নিহতের বন্ধু হাতেম ওই কবরস্থান থেকে বাদশাহ’র লাশ তুলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পীর শাহজামান দিঘির পাড়ে নিয়ে আসে এবং দাফন করার জন্য গর্ত খুঁড়তে থাকে।
এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোখলেছুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পৌছে বাদশাহ’র লাশ উদ্ধার এবং হাতেমকে আটক করি। হাতেমকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, এটা বাদশাহ’র লাশ এবং বড় বেলতা দক্ষিণপাড়া কবরস্থান থেকে এই লাশ তুলে এনেছে। বড় বেলতা দক্ষিণপাড়া কবরস্থানে গিয়ে এলাকাবাসীর কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের উপস্থিতিতে ওই কবরস্থানেই পুনরায় বাদশাহ’র লাশ দাফন করা হয়। মানসিকভাবে অসুস্থ হওয়ায় হাতেমকে ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, মৃত বাদশাহ সন্তোষ ঘোষপাড়া মৃত গুইঠ্যার ছেলে এবং হাতেমের বাড়ি সন্তোষ পুরাতন পাড়ায়।