ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় প্রাইভেট কার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২০:২৩, ২২ মে ২০১৮

পটিয়ায় প্রাইভেট কার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় এবার প্রাইভেট কার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আমিনুল ইসলামের পুত্র জুয়েল রানা (২১), তার চাচাতো ভাই রাশেদুলের পুত্র মোঃ হাবিব (২৬), নওগা জেলার মাহাদবপুর এলাকার আবদুস সাত্তারের পুত্র গাড়ি চালক সাইফুল ইসলাম (২৮) ও গাজীপুরের সেকান্দর আলীর পুত্র শহীদুল ইসলাম (২৭)। সোমবার রাত ২টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা থেকে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে এইসব ইয়াবা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। হাইওয়ে পুলিশ জানান, কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমূখী প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৩-৭৫৫৪) হাইওয়ে পুলিশের পটিয়া সীমানায় এলে গাড়ির গতিবিধি সন্দেহ হয়। পরে তাদের সিগনেল দিলে গাড়িটি থামান। পরে হাইওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, হাইওয়ে পুলিশ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতার করতে মহা সড়কে অভিযান চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা উদ্ধারের ঘটনায় ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
×