
নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলা শহরের সাতপাই এলাকায় ডাকাতিসহ দম্পতি হত্যার ১৫ দিনেও ঘটনাটির কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি ঘটনায় জড়িত অপরাধীদের চিহ্নিতও করতে পারেনি। এদিক ওই হত্যাকা- এবং এর আগে ও পরে সংঘটিত কয়েকটি দুর্ধর্ষ চুরির ঘটনা সাতপাই এলাকাবাসীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে।
জানা গেছে, গত ১৩ অক্টোবর সাতপাই বাবলু সরণির এলাকার নিজ বাসা থেকে হিন্দু দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন: অবসরপ্রাপ্ত শিক্ষক মিহির কান্তি বিশ্বাস (৭৫) ও তার স্ত্রী সমাজ সেবা অধিদপ্তরের কর্মচারী সহিতা বিশ্বাস ওরফে তুলিকা (৫৭)। নিহতদের পরিবারের ধারণাÑ ডাকাতি করতে গিয়ে সংঘবদ্ধ ডাকাতরা তাদের হত্যা করেছে। একই সঙ্গে বাসার ওয়্যারড্রোব থেকে নিয়ে গেছে পাঁচ-ছয় ভরি স্বর্ণালংকার ও বেশকিছু নগদ টাকা। চাঞ্চল্যকর এ ঘটনায় নিহতদের ছেলে সুমন বিশ্বাস বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ডাকাতিসহ হত্যা মামলা দায়ের করলেও পুলিশ ঘটনাটির রহস্য উদ্ধার করতে পারেনি। এমনকি ডাকাতিসহ হত্যাকা-ে জড়িতদের চিহ্নিতও করতে পারেনি। সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করলেও তাদের কাছ থেকে তেমন তথ্য মিলেনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, হত্যার ঘটনাটি জোর দিয়ে তদন্ত করা হচ্ছে।