
নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে ২৬ বসতঘর সর্ম্পূণ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ ব্যাক্তি।
আবদুর রহমানের বাড়ীর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জানা যায়। রবিবার রাত ২ টার দিকে আগুন লাগার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশে পাশের এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এলকাবাসি আগুন নেভাতে র্ব্যাথ হলে চট্টগ্রাম নগরীসহ পার্শবর্তি উপজেলা পেকুয়া ও সাতকানিয়া ফায়ার সাভির্সের পৃথক ৩ টি দল দূর্ঘটনাস্থলে দ্রুত পৌছে ২ ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে ২৬ বসত ঘরের সর্ম্পূণ মালামাল নগদ অর্থসহ আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো:হামেদ হাছন জনকণ্ঠকে জানিয়েছেন। দূর্ঘটনার খবর উপজেলা প্রশাসনের কাছে পৌছলে দ্রুত উপজেলা নিবার্হী কমর্কর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী ও থানা পুলিশের বিপুল পরিমান সদস্য ঘটনাস্থলে হাজির হন। এ সময় উপজেলা নির্বাহী র্কমর্কতা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরন করেন। তাছাড়া ক্ষতিগ্রস্থদের তালিকা প্রনয়ন করে সরকারীভাবে সাহয্য সহযোগীতা করা হবে বলেও আশ্বস্থ করেন তিনি।
উপজেলা প্রশাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের মাঝে সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদ হতে ৪৬ টি কম্বল ও সকালের খাবার বিতরন করা হয়। এদিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৬ পরিবারের মাঝে দূর্ভোগ নেমে এসছে। পাশাপাশি এলাকার ধনাঢ্য ব্যাক্তিরা ক্ষতিগ্রস্থদের পাশে এসে দাড়িয়েছে।