ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পেট্রোল বোমায় দগ্ধ দু’জনকে অনুদানের চেক প্রদান

প্রকাশিত: ২৩:৫২, ৩১ ডিসেম্বর ২০১৫

নওগাঁয় পেট্রোল বোমায় দগ্ধ দু’জনকে অনুদানের চেক প্রদান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩১ ডিসেম্বর॥ গত বছর সারাদেশে জামায়াত-বিএনপির তান্ডবের সময় ছোঁড়া প্রেট্রোল বোমায় অগ্নিদগ্ধ দুই জনকে অনুদানের চেক দিল সোনালী ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল শাখা নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসানুল বান্না চেক দুটি হস্তান্তর করেন। এসময় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সোনালী ব্যাংক লি: সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, অত্র শাখার এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম ও শামসুল আলম, নওগাঁ শাখার এ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার আশরাফুল জাহাঙ্গীর, সোনালী ব্যাংক লি: বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবছরের শুরুতে সারাদেশে জামায়াত-বিএনপির তান্ডবের সময় নওগাঁ শহরের চক-মুক্তার মহল্লার ট্রাক চালক বাদশা (৪০) গত ৭ জানুয়ারি নওগাঁ থেকে চাউল বোঝায় ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়া উদ্দ্যেশে রওনা দেন। পথে ঢাকার বাইপাস নারায়নগঞ্জ কাঞ্চন ব্রীজ সংলগ্ন স্থানে রাত ৩টার দুর্বত্তের ছোড়া প্রেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন। অপরজন জেলার ধামইরহাট উপজেলার রিক্সা চালক ফজলুর রহমান (৫০) সংসারের খরচ মেটাতে চট্টগ্রামে রিক্সা চালাতেন। গত ১৬ জানুয়ারিতে চট্টগ্রাম কর্ণেল হাটের সামনে রাত ১০টার দিকে দূর্বত্তের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হন। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
×