
ছবি: সংগৃহীত
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা প্রশাসন।
রবিবার দুপুরে আড়াইহাজার বাজারে এই অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এসময় প্রতিটি দোকানের সামনে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন উপজেলা প্রশাসন।
সেই সাথে বলেন বাজার সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যস্থা নেওয়া হবে। রমজান জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আবীর