ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

জামালপুরে দুইবোন খুনের অভিযুক্তকে ৩ দিনের রিমান্ড

প্রকাশিত: ০২:৫০, ৮ আগস্ট ২০১৭

জামালপুরে দুইবোন খুনের অভিযুক্তকে ৩ দিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামের সহোদর দুইবোন ভাবনা আক্তার ও লুবনা আক্তার খুনের ঘটনায় সন্দেহভাজন আসামি ওয়ারেছ আলী ও বিলাস মিয়াকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিজ্ঞ বিচারক। জানা গেছে, আটক ওয়ারেছ আলী ও বিলাস মিয়াকে আজ মঙ্গলবার দুপুরে জামালপুর বিচারিক হাকিমের আদালত-৩ এ হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন মামলা তদন্তকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোহাব্বত কবীর। শুনানির পর আদালতের বিজ্ঞ বিচারক নিষ্কৃতি হাগিদ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান বলেছেন, দুই বোন হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তদন্তে এখন পর্যন্ত যেসব সূত্র পাওয়া গেছে তার সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাচ্ছে না।
×