ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশে তিন দিন ধরে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ২৭ মে ২০২৫; আপডেট: ০৯:৩৭, ২৭ মে ২০২৫

সাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশে তিন দিন ধরে বৃষ্টির পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে ২৭ মে’র মধ্যে, এমন পূর্বাভাসের প্রেক্ষিতে আগামী তিন দিন দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মৌসুমী বায়ু ইতোমধ্যে ঢাকা বিভাগের পূর্বাংশ ছাড়িয়ে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে, যা আরও বিস্তার লাভের উপযোগী পরিবেশে রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

বুধবার ও বৃহস্পতিবারের (২৮ ও ২৯ মে) পূর্বাভাসেও একই ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা সারা দেশে সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

মুমু

×