ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৬ বিভাগে ঝড়ো হাওয়া, কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ১৭:০৮, ২৫ মার্চ ২০২৪; আপডেট: ১৭:৫২, ২৫ মার্চ ২০২৪

৬ বিভাগে ঝড়ো হাওয়া, কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস

শিলাবৃষ্টি

লাগাতার দুইদিন শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আজ ৬ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (২৫ মার্চ) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝেড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এস

×