ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল! যুবরাজদের সিদ্ধান্ত ঘিরে বিতর্কে ফুঁসছে ক্রিকেট বিশ্ব

প্রকাশিত: ১১:১৩, ২২ জুলাই ২০২৫; আপডেট: ১১:১৩, ২২ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল! যুবরাজদের সিদ্ধান্ত ঘিরে বিতর্কে ফুঁসছে ক্রিকেট বিশ্ব

ছবি: সংগৃহীত

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস-এ ভারতের প্রাক্তন ক্রিকেটারদের দল 'ইন্ডিয়া চ্যাম্পিয়নস' রোববার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় ভারত-পাকিস্তান ক্রীড়াসূচি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে উঠেছে। যদিও এটি ছিল প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে একটি প্রদর্শনীমূলক ম্যাচ, তবুও এতে বর্তমান তারকাদের ভবিষ্যৎ ম্যাচগুলোর ক্ষেত্রেও একটি বার্তা পৌঁছেছে বলে মনে করছেন অনেকে।

ভারত-পাকিস্তান কেবলমাত্র বহুদলীয় আন্তর্জাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়। তবে এবার এই ক্ষেত্রেও ভারতকে বয়কট করার ডাক আরও জোরালো হয়ে উঠেছে।

এই ঘটনার পর পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট প্রশ্ন তুলেছেন—যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল কেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেনি? তিনি ভারতীয় দলকে অনুরোধ করেছেন, যেন তারা ভবিষ্যতেও একই অবস্থানে অনড় থাকে—বিশ্বকাপ বা আইসিসির যেকোনো টুর্নামেন্টে পাকিস্তানের মুখোমুখি না হয়।

সালমান বাট বলেন, “সমগ্র বিশ্ব এখন এদের নিয়েই কথা বলছে—তারা ক্রিকেট এবং ক্রিকেটপ্রেমীদের প্রতি কী বার্তা দিচ্ছে? তারা কী দেখাতে চাইছে? কী প্রমাণ করতে চাইছে? তাহলে এখন থেকে বিশ্বকাপেও খেলো না... আমাদের সঙ্গে কোনো আইসিসি টুর্নামেন্টেই খেলো না। এটা একটা প্রতিশ্রুতি দাও। দেখো, আমরা বুঝি—প্রতিটি জিনিসেরই নিজস্ব একটা জায়গা আছে। কিন্তু যখন তোমরা সবকিছুকে গুলিয়ে ফেলছো, তখন আমাদের বিপক্ষে কোনো পর্যায়ে, কোনো টুর্নামেন্টেই খেলো না। এমনকি অলিম্পিকেও না। দয়া করে এটা করো। আমি দেখতে চাই—সেখানে জাতীয়তাবাদের কতটা প্রদর্শন করতে পারো।”

শেষে সালমান বাট বলেন, এই সিদ্ধান্তটি তার দৃষ্টিতে "চাপে পড়ে নেওয়া" সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, “এই মানসিকতা আসলে কী? আমি বুঝতেই পারছি না। এই সিদ্ধান্ত নিচ্ছে কারা? ওই ৪-৫ জন, যারা খেলতে চায়নি—তাদের কারণেই হয়তো যারা খেলতে চেয়েছিল, তারাও চাপে পড়ে পিছিয়ে গেছে।”

আবির

×