
ছবি: সংগৃহীত
স্পেনের রাজধানী মাদ্রিদে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে চলমান সংঘাত ও মানবিক সংকট নিয়ে আলোচনায় অংশ নিতে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে জয়েন্ট আরব-ইসলামিক এক্সট্রাঅর্ডিনারি সামিটের উদ্যোগে গঠিত মন্ত্রীপর্যায়ের কমিটির অংশ হিসেবে। গত বছর নভেম্বর মাসে সৌদি আরবে অনুষ্ঠিত ওই সম্মেলনে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) একত্রিত হয়েছিল।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে গাজা ও পশ্চিম তীরের চলমান পরিস্থিতি, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক উদ্যোগ, এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা সহজ করার পথ খোঁজার ওপর গুরুত্বারোপ করা হবে।
এছাড়া আলোচনায় আগামী জুনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতিও স্থান পেয়েছে। এই সম্মেলনে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে বিশ্ব নেতারা আলোচনা করবেন। সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে এই সম্মেলনের সভাপতিত্ব করবে।
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারানোর পর থেকে যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফর সেই উদ্যোগেরই অংশ বলে মনে করা হচ্ছে।
এসএফ