ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

হাসানের জাদুতে ৩ উইকেট হারাল ভারত

প্রকাশিত: ১২:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪

হাসানের জাদুতে ৩ উইকেট হারাল ভারত

উইকেট শিকারের পর হাসান মাহমুদের উল্লাস। 

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হয়েছে।

ম্যাচের শুরুতে ভারতীয় শিবিরে আঘাত হানে বাংলাদেশি বোলার হাসান মাহমুদ। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। আর এই ৩টি উইকেটই পেয়েছেন হাসান মাহমুদ। শেষ খবর পর্যন্ত ভারতের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৮৮ রান।

গত ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসেনি। উইনিং কম্বিনেশন ধরে রেখেই ভারতের বিপক্ষে নামছে টাইগাররা। একাদশে আছে ৩ বিশেষজ্ঞ পেসার। এদিকে ভারতও ৩ বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামছে। পাশাপাশি একাদশে আছে ২ স্পিনার।

বাংলাদেশের একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

এম হাসান

×