চেন্নাইয়ে অনুশীলনে কোহলি-জাদেজারা
চেন্নাইর উইকেট ঐতিহ্যগতভাবে স্পিনারদের জন্য সহায়ক। এম চিদাম্বরম স্টেডিয়ামে ৮ ম্যাচে ৪৮ উইকেট নিয়েছেন আনিল কুম্বলে, হারভাজন সিংয়ের শিকার ৭ টেস্টে ৪২টি। অশ্বিন ৪ টেস্টে নিয়েছেন ৩০ উইকেট, রবীন্দ্র জাদেজা ২ টেস্টে ১৫টি। এই মাঠে সর্বোচ্চ ১৬ উইকেট শিকারির ১৪ জনই স্পিনার।
অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল- বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে আছেন চার স্পিনার। এরপরও ভারত তিন স্পিনার নিয়ে খেলবে কি না, সেই প্রশ্ন উঠেছে স্বাগতিকদের প্রস্তুতি দেখে। দুই রকমের পিচে অনুশীলন করছে রোহিত শর্মার দল, একটি লাল মাটির ও ঘাসে আচ্ছাদিত, আরেকটি কালো মাটির চিরায়ত স্পিনিং।
চেন্নাইয়ের উইকেট নিয়ে ভারতের চিরায়ত কৌশলে পরিবর্তনের মোটাদাগে দুটি কারণ থাকতে পারে। বাংলাদেশ সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে এই দুই সিরিজের চেয়েও ভারতের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। যে সিরিজ চলবে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত।
এই সিরিজের আগে ব্যাটসম্যানদের স্পিন খেলার খোলসে আটকাতে না চাওয়ারই কথা ভারতের। সঙ্গে অতীত অভিজ্ঞতা তো আছেই। ২০১৯ সালে ইন্দোর ও কলকাতায় পেস বোলারদের দিয়ে বাংলাদেশকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছিল ভারত। বাংলাদেশ সেই সিরিজের দুই টেস্টেই হেরেছিল ইনিংস ব্যবধানে। সেবার ভারতের পেসাররা দুই টেস্টে উইকেট নিয়েছিলেন ৩৫টি।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চেন্নাইয়ে কালো নয়, লাল মাটির উইকেটে খেলতে পারে ভারত। স্বাগতিকরা কি তবে বাংলাদেশকে জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের পেস তোপের মুখে ফেলতে চাইছে?