ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ছিটকে গেলেন শরিফুল

ভারত সফরে বাংলাদেশের টেস্ট দলে জাকের

প্রকাশিত: ১৫:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৪

ভারত সফরে বাংলাদেশের টেস্ট দলে জাকের

ভারত সফরে টেস্ট দলে নতুন মুখ জাকের আলী অনিক

ভারত সফরে ২ টেস্টের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুদিন আগে পাকিস্তান সফর করা দলে মাত্র একটাই পরিবর্তন আনা হয়েছে। কুঁচকির ইনজুরিতে ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আর প্রথমবার টেস্ট দলে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পরই কুঁচকির ইনজুরিতে পড়েন শরিফুল। সে কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। ১০ দিনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন তিনি। সে প্রক্রিয়া শেষ করে অনুশীলন শুরু করেছিলেন। তবে পুরোপুরি ফিট না হওয়ার কারণে ভারত সফরে তাকে বিশ্রাম দেওয়া হলো।

শরিফুলের পরিবর্তে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাংলাদেশ দলের হয়ে ১৭ টি২০ খেলা উইকেটকিপার-ব্যাটার জাকের আলী।

জাকের প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান ২৮৬২ রান করেছেন। গত মাসেই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ৪ দিনের ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলে লঙ্গার ভার্সনেও নিজের সামর্থ্য দেখিয়েছেন জাকের। 

আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেখানেই ইংল্যান্ড থেকে এসে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। 

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে। টেস্ট সিরিজ শেষে ৩ ম্যাচের টি২০ সিরিজেও মুখোমুখি হবে দুই দল।

ভারত সফরে বাংলাদেশের টেস্ট দল।। নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, জাকের আলী অনিক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা।

 

মামুন/ এসআর

×