ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

নেপালগামী স্কোয়াশ দল

প্রকাশিত: ২০:২৪, ৯ সেপ্টেম্বর ২০২৪

নেপালগামী স্কোয়াশ দল

নেপালগামী স্কোয়াশ দল

এনএসআরএ ইন্টার ক্লাব ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অংশ নিতে নারী, পুরুষ ও জুনিয়র দলের সমন্বয়ে ১১ স্কোয়াশ খেলোয়াড়সহ মোট ১২ জনের বাংলাদেশ স্কোয়াশ দল নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্য বিমানযোগে ঢাকা ত্যাগ করেছে। আগামী এসএ গেমস ও এশিয়ান গেমসের আগে এটা হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি। 

এতদিন ঢাকা-চট্রগ্রাম-গুলশান-বনানীর অভিজাত ক্লাবের হাতেগোনা কয়েকজন সৌখিন সদস্য আর বিভিন্ন পর্যায়ের অফিসার ব্যতীত কয়েকজন বলবয় আর মার্কারদের দ্বারা এডহক ভিত্তিতে দলগঠন করে এসএ গেমসহ কিছু প্রতিযোগিতায় শুধুমাত্র পুরুষ খেলোয়াড়দের প্রেরণ করা হয়েছে। এবার জুনিয়র ও বয়সভিত্তিক পুরুষ দলের পাশাপাশি এবারই প্রথম উত্তরা স্কুলের চাঁদনী, নির্ঝর স্কুলের নাবিলা ও আইইউবির মারজান মরিকাকে নিয়ে গড়া একটি নারী দল দেশের বাইরে কোন আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

স্কোয়াশ দলের পুরুষ খেলোয়াড়রা হলেন : সেনাবাহিনীর সাহাদৎ, আপন ও কামরুল। আর জুনিয়র দলের সদস্যরা হলেন : বিকেএসপির আমিনুল ও সাইমন, সাথে আইইউবির রায়হান, ভাষানটেক কলেজের সৈকত ও মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের তাহমিদ।
 

 

রুমেল/শহিদ

×