ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নয় স্বর্ণপদক জিতে অনন্য কেটি লিডেকি

​​​​​​​শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:১৬, ৪ আগস্ট ২০২৪

নয় স্বর্ণপদক জিতে অনন্য  কেটি লিডেকি

.

অলিম্পিকের ইতিহাসে নারী সাঁতারু হিসেবে সবচেয়ে বেশি ১৩টি পদক (স্বর্ণ, রৌপ্য ব্রোঞ্জ মিলিয়ে) জয়ের রেকর্ড আগেই গড়েছিলেন কেটি লিডেকি। ২৭ বছর বয়সী মার্কিন কিংবদন্তি এবার ক্যারিয়ারে ৯ম স্বর্ণ জিতে সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) লারিসা লাতিনিনির পাশে নিজের নামটি খোদাই করে নিলেন।

মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে অবিসংবাদিত সেরা লিডেকি। সেটিই দেখল প্যারিস অলিম্পিক। অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসকে পেছনে ফেলে জিতে নিলেন অলিম্পিকে নিজের নম্বর স্বর্ণপদক। তাতে অলিম্পিক ইতিহাসে নারী প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণজয়ী লাতিনিনার পাশে বসলেন তিনি। সাবেক সেভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করা জিমন্যাস্ট ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত ৯টি স্বর্ণ জিতেছিলেন। নবম স্বর্ণ জয়ের পথে লিডেকি সময় নিয়েছেন মিনিট ১১.০৪ সেকেন্ড। .২৫ সেকেন্ডে রৌপ্য টিটমাসের। ব্রোঞ্জ লিডেকির স্বদেশী পেইজ ম্যাডেনের।

ওদিকে একই দিনে ১০০ মিটার মিক্সড মিডেল রিলেতে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। মার্কিনিরা সময় নিয়েছে মিনিট ৩৭.৪৩ সেকেন্ড। নতুন এশিয়ান রেকর্ড গড়ে রুপা  পেয়েছে চীন ( মিনিট ৩৭.৫৫ সেকেন্ড) ২০২১ সালে গ্রেট ব্রিটেনের ( মিনিট ৩৭.৫৮ সেকেন্ড) গড়া আগের বিশ্বরেকর্ডের চেয়ে কম সময়ে সাঁতার শেষ করেছে যুক্তরাষ্ট্র চীন। আর পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে বাজিমাত করেছেন হাঙ্গেরির ক্রিস্টফ মিলাক। সময় নিয়েছেন ৪৯.৯০ সেকেন্ড। মাত্র .০৯ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন কানাডার জশ লিন্ডো। ব্রোঞ্জও পেয়েছেন এক কানাডিয়ান ইলিয়া খারুন। নারী-পুরুষ মিলিয়ে সব প্রতিযোগিতার হিসেবে অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী লিডেকির স্বদেশি মাইকেল ফেলপস; ২৮টি।

নারী অ্যাথলেট হিসেবে সবচেয়ে  বেশি পদক সোভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) লারিসা লাতিনিনার (১৮টি) এই লাতিনিনার একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লিডেকি। অলিম্পিকসের ইতিহাসে এতদিন সর্বোচ্চ ৯টি স্বর্ণ জয়ের গল্প কেবল লেখা ছিল লাতিনিনার; সে পাতায় এবার নাম উঠল লিডেকিরও। ৯টি স্বর্ণ, ৪টি  রৌপ্য, ১টি ব্রোঞ্জ- সব মিলিয়ে লিডেকির অলিম্পিক পদক হলো ১৪টি। অলিম্পিকসের ইতিহাসে নারী সাঁতারু হিসেবে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড তিনি আগেই গড়েছিলেন, সেই রেকর্ড আরেকটু উঁচুতে তুললেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। রিও ডি জেনিরোর আসরে চারটি স্বর্ণ একটি রৌপ্য পেয়েছিলেন লিডেকি।

২০২০ টোকিওর গত আসরে জেতেন ২টি করে স্বর্ণ রৌপ্য। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে  পেয়েছিলেন একটি স্বর্ণ। ২৭ বছর বয়সী এই মার্কিন সাঁতারু এবার প্যারিস অলিম্পিকে ব্যক্তিগত প্রাপ্তির খাতা খুলেছিলেন ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতে। অলিম্পিকস ক্যারিয়ারে এটিই তার প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্রোঞ্জ পদক। এরপর ১৫০০ মিটার ফ্রিস্টাইলে জেতেন স্বর্ণ। সর্বশেষ ২০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্রের হয়ে লিডেকি পেয়েছিলে রৌপ্য। অবিশ্বাস্য, ৮০০ মিটার ফ্রিস্টাইলে নিয়ে টানা চার অলিম্পিকসে স্বর্ণ জিতলেন লিডেকি।

×