ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

ছাতকে গ্রাসরুটস লেভেল রাগবি কোচেস কোর্স 

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ মে ২০২৪

ছাতকে গ্রাসরুটস লেভেল রাগবি কোচেস কোর্স 

সার্টিফিকেট হাতে ১০ প্রশিক্ষণার্থী

বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ছাতক রাগবি ক্লাবের সহযোগিতায় দুই দিনব্যাপী গ্রাসরুটস লেভেল (গাছতলায়) রাগবি কোচেস কোর্স সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে রাগবি রিজিওনাল ডেভেলপমেন্ট অফিসার ও কোচ জামিল হোসেনের তত্ত¡বধানে ১০ প্রশিক্ষণার্থী নিয়ে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ পারভেজ (উপ-সহকারী কৃষি অফিসার, ছাতক)। বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম রাজা (সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান বিভাগ)। 
বাংলাদেশে রাগবিকে তৃণমুলে পৌঁছে দিতে  প্রশিক্ষক তৈরি করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে, যা বাংলাদেশে রাগবি উন্নয়নের ব্যাপক প্রসার ঘটবে। কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।

 

রুমেল খান

×