ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সৌম্য-লিটন দুজনই থাকছেন, তাসকিনের জন্য অপেক্ষা

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:২৬, ১৪ মে ২০২৪

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ

তাসকিন আহমেদ

বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, শেষ হইয়াও হইল না শেষ...! জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন শ্রীলঙ্কা এবং এই সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্য থেকেই আসন্ন টি২০ বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে। শুধু দু-একটি জায়গায় টিউনিং করে দেখার অপেক্ষা।

টিউনিংটা যে রীতিমতো বিভ্রান্তিতে রূপ নিয়েছে, ব্যাটারদের রুগ্ণদশা দেখেই সেটি অনুমান করা যায়! টপ অর্ডারে কারও স্ট্রাইক রেটই ভালো নয়। যে বোলিংয়ের সৌজন্যে সিরিজে ৪-১এ জয় এসেছে, সেখানেও দুশ্চিন্তা বাড়িয়েছে তাসকিন আহমেদের ইনজুরি। ইনফর্ম এ পেসারকে ছাড়া শেষ ম্যাচে হারের লজ্জায় ডোবে শান্তর দল।

এর আগে একাধিক বোর্ড (বিসিবি) পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন সিরিজের শেষ ম্যাচের দিনই (রবিবার) বিশ্বকাপের দল দেওয়া হতে পারে। কিন্তু ইনফর্ম তাসকিনের এমআরআই রিপোর্টের অপেক্ষায় সেটি আরও দুদিন পোছানো হয়েছে। মিরপুরে আজ দুপুরে ঘোষণা করা হবে টি২০ বিশ্বকাপের ১৫ সদস্যের দল। 
নিয়ম অনুযায়ী গত ১ মে আর সব দেশের মতো বাংলাদেশও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে প্রাথমিক দল পাঠিয়ে দিয়েছে, কিন্তু আনুষ্ঠানিক সেটি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি। আগামী ২৫ তারিখ পর্যন্ত কোনা কারণ ছাড়াই দলগুলো তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। ভারত-ইংল্যান্ডসহ বড় অনেক দেশই অবশ্য সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছে।

তবে রবীন্দ্রনাথের ছোটগল্প লিখতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন আরও বিপাকে পড়েছে! কারণ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটারদের স্লথ স্ট্রাইকরেট, ধারাবাহিকাতার অভাব এবং সর্বশেষ তাসকিনের ইনজুরি। চতুর্থ টি২০তে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে মাংসপেশির চোটে পড়েন ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া ডানহাতি এ পেসার। শেষ ম্যাচে খেলতে পারেননি। ব্যথা বাড়লে পাঠানো হয় হাসপাতালে।

সোমবার সকালে রিপোর্ট পেয়ে সেটি পাঠানো হয়েছে আমেরিকায়। সেখানকার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাসকিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, ‘রিপোর্ট আমেরিকায় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। যেহেতু দল সেখানে থাকবে তাই ওই দেশের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ বলছিলেন এক নির্বাচক।

নির্বাচকরা দুই দিক বিবেচনা করেই এগোচ্ছেন। অর্থাৎ তাসকিন থাকলে একরকম আর না থাকলে আরেকরকম, ইতোমধ্যে বিকল্প পেসার হিসেবে হাসান মাহমুদকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। চট্টগ্রামে দলের সঙ্গেই ছিলেন তিনি। চট্টগ্রামে ১, ২৩ ও ১২ রান করার পর ঢাকায় শেষ দুই ম্যাচে বাদ পড়েন  লিটন দাস।

তানজীদ হাসানের সঙ্গে ওপেন করেন সৌম্য সরকার, চতুর্থ ম্যাচে কিছুটা ভাগ্যের সহায়তায় ৪১ করলেও শেষ ম্যাচে আউট হন ৭ রানে। তবে অধিনায়ক শান্তর যা ইঙ্গিত তাতে তিন ওপেনারই সুযোগ পেতে যাচ্ছেন বিশ্বকাপের দলে, ‘আমরা এই সিরিজে সব কিছু ট্রাই করেছি। এটা পরিকল্পনাই ছিল লিটনকে দুটি ম্যাচ বিরতি দিয়ে সৌম্যকে সুযোগ  দেওয়া। তিন জনেরই স্কোয়াডে থাকার সুযোগ আছে, সেক্ষেত্রে আমরা প্রতিপক্ষ বিবেচনা করে একাদশ ঠিক করব।’

আসলে কেমন হবে বাংলাদেশের টি২০ বিশ্বকাপের দল? অধিনায়ক শান্ত, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান ও রিশাদ হোসেনকে নিয়েও আসলে সংশয়ের জায়গা নেই। বাকি রইল পাঁচটি জায়গা। মিডল অর্ডারের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা সিরিজে আলো ছড়ানো জাকের আলি অনিক এগিয়ে থাকবেন। জিম্বাবুয়ে সিরিজে উইকেটের পেছনে কিপিংয়ের দায়িত্বেও ছিলেন তিনি।

বাকি চারটি স্পটে একজন ওপেনার, টপ অর্ডার ব্যাকআপ ব্যাটার, বাঁহাতি স্পিনার ও একজন পেসার জায়গা আছে। শান্তর বক্তব্যে স্পষ্ট, তানজীদের সঙ্গে লিটন অথবা সৌম্যই ওপেন করতে যাচ্ছেন। সঙ্গে সৌম্যার মিডিয়াম পেস বোলিংটাও কাজে লাগতে পারে। 
পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিনের পাশাপাশি চতুর্থ পেসার হিসেবে লড়াইটা মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম হাসান সাকিবের মধ্যে। দুজনই বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে ব্যাট চালাতে পারেন। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে অবশ্য দেদার রান দিয়ে দলকে ডুবিয়েছেন সাইফুদ্দিন। সঙ্গে তাসকিনের ইনজুরি। সুতরাং চট্টগ্রামে দলের সঙ্গে থাকা হাসান মাহমদুও পেয়ে যেতে পারেন ২০২৪ টি২০ বিশ্বকাপের টিকিট। 
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেটগুলো এবার মন্থর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ তাই স্পিন আক্রমণ শক্তিশালী করে সেখানে যেতে পারে। মাহেদী আছেন, লেগস্পিনিং-অলরাউন্ডার রিশাদ আছেন। সাকিব আল হাসানের সঙ্গে আরেকজন বাাঁহাতি স্পিনারের প্রয়োজনীয়তা আছে। এই জায়গায় তানভির ইসলাম সুযোগ পান কি না, সেটিই দেখার।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারন্সে রুমে আজ দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক দল ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবং বিশ্বকাপে অংশ নিতে বুধবার রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে ওই দিনই হবে অফিসিয়াল ফটোশূট। বিসিবি কর্মকর্তাদের সঙ্গে ক্রিকেটারদের একটা মধ্যাহ্নভোজও আছে সূচিতে।

×