ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল

প্রকাশিত: ১৭:২৮, ২৩ এপ্রিল ২০২৪

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে ভারতীয় নারী ক্রিকেট দল

ভারতীয় নারী ক্রিকেট দল

টাইগ্রেসদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী দল।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সিরিজের ভেন্যু শহর সিলেটে এসে পৌঁছান হারমানপ্রীত কৌররা। এই সিরিজের মধ্য দিয়ে দুই দলই তাদের বিশ্বকাপের প্রস্তুতিটা সেরে নেবে। আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-২০র মধ্য দিয়ে শুরু হবে সিরিজ।

৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচও একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে সন্ধ্যা ৬টায় শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মূল মাঠে।

গত বছর বাংলাদেশ সফরে এসেছিল ভারতের নারী দল। তখন টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। সে সময় ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরের আচরণ নিয়ে বেশ সমালোচনা করা হয়। এর আগেও ২০১৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত নারী দল।   

বাংলাদেশ দলের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক ও হাবিবা ইসলাম পিঙ্কি। 

ভারতের স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিকা ঘোষ (উইকেটকিপার), ইয়াশতিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

শহিদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার