ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মাদ্রিদে চ্যাম্পিয়ন চার্লটন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

মাদ্রিদে চ্যাম্পিয়ন চার্লটন

ডিভাইন চার্লটন

আগামীকাল পর্দা উঠবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের। তার আগেই বাজিমাত করলেন হার্ডলসের রানী হিসেবে পরিচিত ডিভাইন চার্লটন। মাদ্রিদে ৬০ মিটার ইন্ডোর হার্ডলসের ইভেন্টে নিজের রেকর্ড স্পর্শ করেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। ৭.৬৭ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে শিরোপা জয়ের স্বাদ পেলেন ডিভাইন চার্লটন।

গ্ল্যাসগোর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মিশন শুরুর আগে মাদ্রিদে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ রোমাঞ্চিত ডিভাইন চার্লটন। এ প্রসঙ্গে বাহামিয়ান হার্ডলার বলেন, ‘এই লক্ষ্যের জন্যই আসলে নিজেকে প্রস্তুত করেছিলাম। আমি আগেই বলেছিলাম যে ওয়ার্ল্ড ইন্ডোর ট্যুরে রেকর্ড ভেঙেই চ্যাম্পিয়ন হতে চাই। সেইসঙ্গে ওয়ার্ল্ড ইন্ডোর চ্যাম্পিয়নও হতে চাই।’
মাদ্রিদে ডিভাইন চার্লটনের পরে সমাপ্তিরেখা স্পর্শ করে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন নাদিন ভিসার। দুইবারের ইউরোপিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নের সময় লেগেছে ৭.৭৮ সেকেন্ড। আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন পিয়া স্ক্রিজিসোওয়াস্কা। সমাপ্তিরেখা স্পর্শ করতে তার লাগে ৭.৮৩ সেকেন্ড।

×