.
উয়েফা ইউরোপা লিগে বড় জয় পেয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে সফরকারী লাস্ককে ৪-০ গোলে হারিয়েছে দ্য রেডসরা। ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন কোডি গাকপো। একটি করে গোল করেন লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ। এই জয়ে আসরের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে লিভারপুল। পাঁচ ম্যাচ খেলে গ্রুপের শীর্ষে থাকা দলটির ভান্ডারে জমা পড়েছে ১২ পয়েন্ট।
অন্যদিকে উয়েফা কনফারেন্স লিগের একটি ম্যাচ ঘিরে হয়েছে অপ্রীতিকর ঘটনা। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ও পোল্যান্ডের লেগিয়া ওয়ারশর ম্যাচটি শুরু হয় সময়মতোই। শেষও হয়েছে স্বাভাবিকভাবে। কিন্তু ম্যাচটি ঘিরে বার্মিংহামের রাস্তায় ঘটে গেছে লঙ্কাকান্ড। মাঠে প্রবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন পোলিশ ক্লাবটির সমর্থকরা। ঘটনায় চার পুলিশসহ অনেকে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৯ ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশকে লক্ষ্য করে ‘মিসাইল ও ফ্লেয়ার্স’ ছুড়ে মারা হয়। ঘটনার পর ওয়ারশর কোনো সমর্থককে মাঠে ঢুকতে দেয়া হয়নি।