ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল 

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৫, ১৯ মার্চ ২০২৩

ঢাবিতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল 

.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশের মেয়েরা ইতোমধ্যেই স্মার্ট নাগরিক হিসেবে তৈরি হয়ে জাতীয় সম্পদে পরিণত হয়েছে। নানা প্রতিকূলতা মোকাবিলা করে এসব স্মার্ট শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য প্রত্যাশা করেন। উল্লেখ্য, সেমিফাইনালে খুলনা বিভাগের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় ঢাকা বিভাগের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর ম্যাচে ময়মনসিংহ বিভাগের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চট্টগ্রাম বিভাগের বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

×