
সাকিব আল হাসান ও হৃদয়
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাত্র ৭ রানের জন্য ১০ম সেঞ্চুরি থেকে সটকে গেলেন। ওয়ানডে সিরিজে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ৯৩ রান করে ক্যাচ আউট হোন সাকিব।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে বাংলাদেশ ধাক্কা খেলেও পরে সাকিব ও হৃদয়ের জুটি তা সামলে ওঠে। দলীয় ১৫, ৪৯ ও ৮১ রানে ৩টি উইকেট হারায় টাইগাররা।
সাকিব ও হৃদয় দলের হাল ধরে এগিয়ে নিতে থাকেন। হৃদয় করেন হাফ সেঞ্চুরি এবং সাকিব পৌঁছে যান সেঞ্চুরীর দ্বারপ্রান্তে। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকা অবস্থায় ক্যাচ আউট হয়ে ফিরে যান সাকিব আল হাসান।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান। ক্রিজে আছেন হৃদয় (৭১) এবং মুশফিক (২৫)।
এমএইচ