
নাজমুল হোসেন শান্তর
আইসিসির টি২০ র্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। তিনি এখন ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে। বিশ্বকাপে দারুণ ব্যাটিং করেছেন এ বাঁহাতি টপঅর্ডার। ধারাবাহিকতা রেখে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে সর্বাধিক ১৪৪ রান করে ৬৮ ধাপ এগিয়ে এসেছেন তিনি। ভারতের বিরাট কোহলির র্যাঙ্কিং ১৫। তৃতীয় টি২০তে ৭৩ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে লিটন কুমার দাস ২২ নম্বরে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ১৬ ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ২০ নম্বরে। ৯ ধাপ এগিয়ে সাকিব আল হাসান ২৪ নম্বরে।