ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবিনার সাফল্যে গর্বিত বাউবি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ০০:০৮, ২২ সেপ্টেম্বর ২০২২

সাবিনার সাফল্যে গর্বিত বাউবি

সাবিনার সাফল্যে গর্বিত বাউবি

সাফ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থী। তার নেতৃত্বে নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিবার সাবিনার এ অসামান্য কৃতিত্বের জন্য গর্বিত।
বাউবির শিক্ষার্থী সাবিনা খাতুন দলকে সফলভাবে পরিচালনা করে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট উপহার দিয়েছেন। এজন্য বাউবি শিক্ষার্থী সাবিনা খাতুনকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। একই সঙ্গে সকল খেলোয়াড়েরও অভিনন্দন জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
সাবিনা খাতুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একজন গর্বিত শিক্ষার্থী। তিনি বাউবির সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় স্টাডি সেন্টার থেকে ২০১২ সালে এসএসসি ও ২০১৫ সালে সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ স্টাডি সেন্টার থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি বাউবির সাতক্ষীরা সরকারী কলেজ স্টাডি সেন্টারে স্নাতক প্রোগ্রামে অধ্যয়ন করছেন। ১৯৯৩ সালের ২৫ অক্টোবর সাতক্ষীরা জেলার সবুজবাগ গ্রামে জন্ম গ্রহণ করেন সাবিনা। তার বাবার নাম মোঃ সৈয়দ আলী গাজী এবং মায়ের নাম মোসাম্মৎ মমতাজ বেগম। ৫ বোনের মধ্যে তিনি চতুর্থ। জীবনের প্রতি ক্ষেত্রে সাবিনার সাফল্য কামনা করছে বাউবি।

×