ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে জ্বলে ওঠার ইঙ্গিত মেসি ও নেইমারের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:০০, ৭ আগস্ট ২০২২

বিশ্বকাপে জ্বলে ওঠার ইঙ্গিত মেসি ও নেইমারের

পিএসজির দুই বিশ্বখ্যাত ফুটবলার মেসি ও নেইমার

আসছে ২০২২ বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত দিয়েছেন সময়ের সেরা দুই সুপারস্টার লিওনেল মেসি ও নেইমারআর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে এবার কাতার বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছে দেশ দুটিআর দুই দেশের দুই সেরা তারকা বিশ্বকাপের আগে নিজেদের জানান দিচ্ছেনঅর্থা বিশ্বকাপ মাতানোর ইঙ্গিত ভালমতোই দিচ্ছেন নেইমার ও মেসি

এ প্রমাণ মিলেছে ফরাসী লীগ ওয়ানে ২০২২-২৩ মৌসুমে প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) প্রথম ম্যাচেইশনিবার রাতে ক্লেরমোন্টের মাঠে প্রথম ম্যাচেই জ্বলজ্বলে পারফরমেন্স প্রদর্শন করেন দুই তারকাআর তাতে পিএসজি জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানেএই জয়ে জোড়া গোল করেন মেসিপাশাপাশি এক গোলে এ্যাসিস্ট করেন ক্ষুদে জাদুকরঅন্যদিকে দলের প্রথম গোলটি করেন নেইমারআর তিনটি গোলে করেন সহায়তাপিএসজির বাকি দুই গোল করেন আর্চাফ হাকিমি ও অধিনায়ক মারকুইনহোসপেশীর ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপেএই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিলীগে গত মৌসুমে দুইবারের দেখায় ক্লেরমোন্টকে যথাক্রমে ৪-০ ও ৬-১ গোলে হারিয়েছিল পিএসজিফিরতি লেগে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে ও নেইমার

প্যারিসের পরাশক্তিদের হয়ে নিজের প্রথম মৌসুমটা মোটেই ভাল কাটেনি মেসিরকিন্তু নতুন মৌসুমের শুরুতে রেকর্ড সর্বোচ্চ সাতবারের ব্যালন ডিঅর জয়ী মেসি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেনম্যাচের নবম মিনিটে মেসির এ্যাসিস্টে পিএসজির হয়ে প্রথম গোল করেন নেইমার২৬ মিনিটে নেইমারের এ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন হাকিমি৩৮ মিনিটে নেইমারের ফ্রিকিক থেকে মারকুইনহোস হেডে পিএসজির হয়ে তিন নম্বর গোল করেনম্যাচের শেষ দিকে ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করেন মেসি৮০ মিনিটে মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি বক্সে ঢোকার মুখে বা দিকে নেইমারকে পাস দেন মেসিনেইমার শট না নিয়ে দেন ফিরতি পাস দেনপ্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে দলের চার ও নিজের প্রথম গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক

৮৬ মিনিটে মেসির সেই আলোচিত ওভারহেড বা বাইসাইকেল কিকে গোলজাতীয় দল সতীর্থ লিয়েন্দ্রো প্যারাডেসের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে, বল বুক দিয়ে নামিয়ে অসাধারণ  নৈপুণ্যে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দেন জালেএটি দীর্ঘ ক্যারিয়ারে মেসির প্রথম বাইসাইকেল কিকে গোল

গত মৌসুমের শেষে মরিসিও পোচেত্তিনোর বরখাস্তের পর কোচ হিসেবে ক্রিস্টোফে গালটিয়ারকে নিয়োগ দিয়েছে পিএসজিম্যাচ শেষে তিনি বলেন, আমাদের দলে দক্ষ খেলোয়াড়ের অভাব নেইকিন্তু আমাদের শুধুমাত্র সমন্বিত পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব ছিলদলের পারফরমেন্সে প্রতিটি খেলোয়াড়ের শতভাগ দেয়াটা জরুরীআমি আসার পর থেকেই এই দলটির যোগ্যতা আমার চোখে পড়েছেতারা একসাথে কঠোর পরিশ্রম করতে ভালবাসেমৌসুমটা দীর্ঘ, মাত্র প্রথম ম্যাচ গেলএখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই

অন্যদিকে নেইমার ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সের ম্যাচে পিএসজির হয়ে করেছিলেন জোড়া গোল, যা মৌসুমে প্যারিসের জায়ান্টদের প্রথম শিরোপাএবার লীগ ওয়ানের প্রথম ম্যাচেও তিনি এক গোল করেছেন, করিয়েছেন আরও তিনটিএমন মনোযোগী নেইমারকে দেখার আরেকটা কারণ হতে পারে বিশ্বকাপএ বছর নবেম্বরে ফুটবলের বিশ্ব আসর বসবে কাতারেসেই বিশ্বকাপই হয়ে যেতে পারে তার শেষ, নেইমার তা বলে দিয়েছিলেন আগেইশেষ বিশ্বকাপটা রাঙ্গাতেও হয়তো নিজেকে একটু বেশি ঝালিয়ে নিচ্ছেন সেলেসাও তারকানেইমারের এমন মনোযোগী হওয়াতেই আশার পালে হাওয়া পাচ্ছেন রোনাল্ডো

এক সাক্ষাতকারে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডো বলেন, ব্রাজিলের যে প্রতিভা আছে, তাতে দলটা বিশ্বকাপের অন্যতম ফেবারিট হয়েই কাতারে যাবেনেইমার যদি শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট থাকেআর বিশ্বকাপের প্রতি মনোযোগী থাকে, তাহলে আমাদের শিরোপা জয়ের ভালো সুযোগ আছে

×